ঢাকা, ১৬ মে শুক্রবার, ২০২৫ || ১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৭৬০

অনলাইনেই জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৯ ২৮ ডিসেম্বর ২০১৮  

সংগৃহীত

সংগৃহীত

৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভোটকেন্দ্র কোথায়, সেটা জানতে পারবেন আইলাইনের মাধ্যেমেও।

জেনে নিতে পারেন কোন ভোট কেন্দ্রে গিয়ে আপনার মূল্যবান ভোটটি প্রদান করবেন।

অনলাইনে ভোট কেন্দ্রের তথ্য জানতে প্রথমেই  services.nidw.gov.bd/voter_center  এই ঠিকানায় প্রবেশ করতে হবে।

সেখানে আপনি একটি ফরম বক্স আকারে দেখতে পাবেন।


নির্ধারিত ফরমের প্রথম বক্সে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জাতীয় পরিচয়পত্র না থাকলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নাম্বার দিতে হবে।

দ্বিতীয় বক্সে আপনার জন্ম তারিখ আর এরপর ক্যাপচার দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যাগুলো তৃতীয় বাক্সে লিখে ‘ভোটার তথ্য দেখুন’ ট্যাবে ক্লিক করলেই পেয়ে যাবেন নির্বাচন কমিশন-ডিজিটাল সেবা মানে আপনার কেন্দ্রের নাম।

সঠিকভাবে ফরম পূরণের পর আপনার ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোট কেন্দ্র ও এনআইডি নাম্বার দেখতে পাবেন।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর