ঢাকা, ১৫ মে বৃহস্পতিবার, ২০২৫ || ৩১ চৈত্র ১৪৩২
good-food
৭৯৪

আনন্দ মিছিল না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২২ ৩০ ডিসেম্বর ২০১৮  

বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম

বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখে দলের নেতাকর্মীদের কোনো ধরনের আনন্দ মিছিল না করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম একথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন— এখন আনন্দ মিছিল করার সময় নয়, দেশ গড়ার সময়। সবাইকে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে।’

এইচটি ইমাম বলেন, ‘বিকেল থেকে যে তথ্য আসছে, তাতে নিশ্চিত করে বলা যায়, অধিকাংশ আসনে জয়লাভ করে মহাজোট সরকার গঠন করবে।’

তিনি বলেন, ‘সারা দেশে নেতাকর্মীদের আনন্দ মিছিল না করতে বলা হয়েছে। একইসঙ্গে চূড়ান্ত ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত সবাইকে কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, এবারের নির্বাচনই তার প্রমাণ।’

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর