ঢাকা, ১৭ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২ আশ্বিন ১৪৩২
good-food
৬১৬

আরব আমিরাতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিল নারী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫৮ ৮ আগস্ট ২০২১  

সংযুক্ত আরব আমিরাতের শারজায় এক দম্পতির একসঙ্গে চার সন্তানের জন্ম নিল। তবে তার চার সন্তানই আবার ছেলে। এমন বিরল ঘটনায় স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা ওই দম্পতি।

 

ইতিমধ্যে ওই চার শিশুর নাম রাখা হয়েছে। তাদের নাম যথাক্রমে- আহমাদ, আদম, মোহাম্মদ ও মালেক। এটা ওই নারীর চতুর্থ সিজারিয়ান ছিল।

 

এই দম্পতির আগে হাবিবা (১১), ফারাহ (৬) ও রাহমা (৪) নামে তিনটি মেয়ে রয়েছে। কিন্তু তারা আরও সন্তান নিতে চাইছিলেন। ওই দম্পতি আমিরাতে বাস করলেও আসলে তারা মিশরীয়। 

 

চার সন্তান জন্ম দেয়া ৩৩ বছর বয়সী ওই নারী জানান, গত ৬ জুলাই তিনি একসঙ্গে চারটি ছেলে সন্তানের জন্ম দেন। প্রত্যেকের ওজন ১.৬ থেকে ২ কেজি পর্যন্ত। সব প্রতিকূলতা ছাপিয়ে আমি চারটি ছেলে সন্তানের জন্ম দিয়েছি।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর