ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
২৬৯

ইসি গঠন বিলে রাষ্ট্রপতির সম্মতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৮ ২৯ জানুয়ারি ২০২২  

একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২-এ সম্মতি প্রদান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ সচিবালয়ের আজ শনিবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

রাষ্ট্রপতির সম্মতির ফলে এখন আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের পথ সুগম হলো। গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বহুল আলোচিত এ বিল অনুমোদন দেয় জাতীয় সংসদ।

 

নতুন এই আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে।

 

এদিকে নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে শুরু থেকেই সমালোচনা করে আসছে বিএনপি। অন্যদিকে আজ শনিবার (২৯ জানুয়ারি) ইসি গঠনে জাতীয় সংসদে সদ্য পাস হওয়া আইনকে ‘নতুন মোড়কে পুরোনো জিনিস’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।