ঢাকা, ১৫ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
১০৪৯

উৎসব পরিবেশে ভোট হবে : সিইসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২০ ২৮ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ আশা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বললেন, সর্বাধিক সংখ্যক প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন। উৎসবমুখর ভোট হবে এটাই আশা।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুক্রবার ফলাফল ঘোষণা কেন্দ্র ও গণমাধ্যম বুথ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশা ব্যক্ত করেন।

৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে আতঙ্ক রয়েছে বিএনপি ও বিরোধীপক্ষের- এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, এটি অবশ্যই ভুল প্রমাণ হবে। আমরা প্রস্তুত, ভোটাররা সবাই উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে ভোটে অংশগ্রহণ করবে।

তিনি বলেন, নির্বাচনের প্রচারণা শুক্রবার সকাল ৮টা থেকে বন্ধ হয়ে গেছে। এখন যারা প্রার্থী ও প্রার্থীর সমর্থক সুষ্ঠু নির্বাচনের জন্য তারা যার যার অবস্থান থেকে নির্বাচনে অংশ নেবেন।

সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে নূরুল হুদা বলেন, সবাই যাতে করে ভোট দিয়ে নিরাপদে বাড়ি যেতে পারেন সেজন্য সবার জন্য নিরাপত্তা ও নিরাপদ অবস্থান সৃষ্টিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো। দেশবাসী যারা ভোটার তারা যেন ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে আশাই করব।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের সার্বিক পরিস্থিতি এবং প্রার্থী, দল, ভোটার ও জনগণের প্রতি সহযোগিতা চেয়ে শনিবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করবেন সিইসি।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর