ঢাকা, ১৬ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১ পৌষ ১৪৩২
good-food
৬৯৯

কাবার গিলাফ সেলাই করছেন সাবেক বলিউড অভিনেত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৫৩ ২৭ ডিসেম্বর ২০২১  

বলিউডের ঝা চকচকে অঙ্গনকে বিদায় জানিয়েছেন বেশ আগেই। মূলত ইসলাম ধর্মের পথে হাঁটতে এই সিদ্ধান্ত নেন তিনি। সেই রেশ না কাটতেই গত বছরের নভেম্বরে মুফতি আনাস সায়েদকে বিয়ে করেন এই অভিনেত্রী।

 

এরপর ধর্মেকর্মে পুরো মনোযোগ দেন সানা। ঘর-সংসার পাতার পর সম্প্রতি স্বামীকে নিয়ে মক্কায় ওমরাহ পালন করতে গেছেন তিনি। এরই মাঝে অনন্য সুযোগ পেলেন সাবেক বলি অভিনেত্রী। পবিত্র কাবা শরীফের গিলাফ সেলাইয়ের সৌভাগ্য অর্জন করেছেন তিনি।

 

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্ট করেছেন সানা। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এ নিয়ে এখন প্রশংসায় ভাসছেন তিনি।

 

এর ক্যাপশনে সানা লিখেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহ আমার ভাগ্যে এত বড় পুরস্কার লিখে রেখেছেন, তা আমি স্বপ্নেও কল্পনা করিনি। সৃষ্টিকর্তার অপার কৃপায় কাবা শরীফের গিলাফ সেলাইয়ের মহৎ কাজে অংশ নিতে পেরেছি আমি। পরিশেষে বলতে হয়, আল্লাহ মহান ও সবচেয়ে দয়ালু।’

 

অসামান্য এই কাজে অংশ নিতে পারায় সৌদি সরকারকে অশেষ ধন্যবাদ জানান সানা। একইসঙ্গে স্বামী মুফতি আনাসকেও স্মরণ করেন তিনি।

 

উল্লেখ্য, ‘ওয়াজাহ তুম হো’, ‘জয় হো’সহ একাধিক বলিউড সিনেমায় অভিনয় করেন সানা। অল্প দিনের ব্যবধানে সিনেপ্রেমীদের হৃদয় জয় করেন। এছাড়া বহু আঞ্চলিক চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। পরে শান্তির পথে চলতে ঝলমলে দুনিয়াকে বিদায় জানান। এখন সংসার-ধর্মকর্মই তার মূল কাজ।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর