ঢাকা, ২৯ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ || ১৬ মাঘ ১৪৩২
good-food

‘ঘুষখোর’ মোশাররফ করিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৮ ২৯ জানুয়ারি ২০২৬  

আমাদের চারপাশে ঘুষখোরের অভাব নেই। সরকারি-বেসরকারি যে কোনো চাকরিতে ঘুষের ছড়াছড়ি। এই ঘুষের কারবারে অনেক পরিবার পথেও বসছেন।

এবার সেই ঘুষখোর হিসেবে দেখা গেল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। তিনি ঘুষের বিনিময়ে অনেককে বিভিন্ন প্রলোভন দেখান। কিন্তু শেষ পর্যন্ত এই পথের শেষ কোথায় হবে?

শুক্রবার সুলতান এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রচারে আসবে ‘ঘুষখোর’ শিরোনামের একটি নাটক। এতে ঘুষখোর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে আছেন নীলাঞ্জনা নীলা।

নাটকটি পরিচালনা করেছেন সোহেল হাসান।

মোশাররফ করিম বর্তমানে ঈদের নাটকে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি বর্ণনাথের পরিচালনায় ‘সোনার চেইন’ নাটকের শুটিং শেষ করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেন হিমি।

আসছে ঈদের জন্য নির্মাতা সাগর জাহানও এই অভিনেতাকে নিয়ে দুটি নাটক নির্মাণ করবেন বলে জানা গেছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর