ঢাকা, ৩১ আগস্ট রোববার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
২৩৩

চীনা মুদ্রায় যাত্রীবাহী বিমান লিজ নিলো তুর্কি এয়ারলাইন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৬ ২৬ জুলাই ২০২৪  

তুর্কি এয়ারলাইন, প্রথমবারের মতো, চীনা মুদ্রা আরএমবি ব্যবহার করে, ৩টি এয়ারবাস এ৩৫০ যাত্রীবাহী বিমান লিজ নিয়েছে। তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

 

এভিআইসি আন্তর্জাতিক লিজিং কর্পোরেশন এবং সিসিবন ফাইন্যান্সিয়াল লিজিং কর্পোরেশনের মাধ্যমে বিমান ৩টি লিজ নেওয়া হয়। বিমানগুলো চলতি বছরের মে ও জুলাই মাসে তুর্কি এয়ারলাইনে যুক্ত হয়েছে।


সাম্প্রতিক সময়ে সৌদি আরব ডলারের বিনিময়ে জ্বালানি তেল বিক্রির চুক্তি থেকে বেরিয়ে যাবার ঘোষণা দেয়। একইসাথে রাশিয়া ও ইরান ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্য লেনদেন চুক্তি করেছে। এরই ধারাবাহিকতায় ডলার লেনদেন এড়িয়ে গেল তুর্কি। 

 

উল্লেখ্য, তুর্কি এয়ারলাইন তুরস্কের বৃহত্তম এয়ারলাইন। এটি ১৯৩৩ সালে যাত্রা শুরু করে এবং এর সদর দফতর ইস্তাম্বুলে অবস্থিত।
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর