ঢাকা, ১৬ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১ পৌষ ১৪৩২
good-food
৫৭০

ডায়ানার বিয়ের কেক উঠছে নিলামে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:২৯ ৩ আগস্ট ২০২১  

বিয়েটা হয়েছিল ঠিক ৪০ বছর আগে। ১৯৮১ সালের ২৯ জুলাই। এবার সেই ৪০ বছর আগের একতাল কেকের টুকরো উঠছে নিলামে। সেই প্রাচীন কেকের একটি টুকরো আগামী ১১ অগাস্ট উঠছে নিলামে। কতয় বিক্রি হবে?

 

লন্ডনের নিলাম সংস্থা ডমিনিক উইন্টারের হিসেব বলছে, ৩০০ থেকে ৫০০ পাউন্ড তো বটেই। না, জন্মদিনের কেক নয়। কেকের টুকরোর পাশে এখনও লেবেল সাঁটা রয়েছে - 'হ্যান্ডল উইথ কেয়ার, প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানা'জ ওয়েডিং কেক'।

 

হ্যাঁ, সেই রাজকীয় বিয়ের কথাই হচ্ছে। হাতে সাদা গোলাপ আর টিউলিপের তোড়া। সাদা প্রিন্সেস গাউন আর মাথায় স্পেনসার টিয়ারা-সহ ঠিক যেন পরীর সাজে সে দিন সেন্ট পলস ক্যাথিড্রালে এসেছিলেন যুবরানি ডায়ানা। যুবরাজ চার্লসের সঙ্গে বিয়ের আসরে তাঁর ওই হাসিমুখ ফ্রেমের প্রেমে এখনও পাগল দুনিয়া।

 

এ বার বিখ্যাত হওয়ার পালা তাঁদের বিয়ের স্মারক ওই প্রাতরাশের টেবিল থেকে আসা কেক-স্লাইসের। মাপে আট ইঞ্চি বাই সাত ইঞ্চি। মার্জিপান-সুগার আইসিংয়ের উপর সোনালি, লাল আর নীল রঙের রয়্যাল কোর্ট অফ আর্মসের প্রতীক। রাজ পরিবারের সম্পদই বটে।

 

’৮১-এর ওই শুভ দিনে ব্রিটেনের রাজবাড়িতে মোট ২৩টি কেক কাটা হয়েছিল। সেন্টার টেবিলেই ছিল এই পাঁচ ফুট লম্বা ফ্রুটকেক। যে টুকরোটি নিলামে উঠছে, সেটি সে দিন হাতে হাতে তুলে দেওয়া হয়েছিল রানির কর্মচারী মোয়রা স্মিথকে। আরও অনেকে খেয়েছিলেন সেই কেক।

 

মোয়রা শুধু ওই টুকরোটি অতি যত্নে নিজের কাছে রেখে দেন ২০০৮ পর্যন্ত। পরে এক সংগ্রাহক স্লাইসটি তাঁর থেকে চেয়ে রাখেন নিজের বাড়িতে। নিলামে তোলার জন্য ডমিনিক উইন্টার কর্তৃপক্ষের সঙ্গে ওই সংগ্রাহকই সম্প্রতি যোগাযোগ করেন বলে জানা গিয়েছে।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর