ঢাকা, ১৬ আগস্ট শনিবার, ২০২৫ || ৩১ শ্রাবণ ১৪৩২
good-food
২৯৯

দেশে দুই নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:১৫ ১২ ডিসেম্বর ২০২১  

বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। জিম্বাবুয়ের ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটারের দেহে তা মিলেছে। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, বাংলাদেশের দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তবে তারা সুস্থ আছেন। কারো দেহে জটিল কোনো উপসর্গ নেই।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, কোভিড-১৯ ভ্যারিয়েন্ট অতি সংক্রামক। তবে ডেল্টার তুলনায় দুর্বল।করোনার আগের ধরনগুলোতে সংক্রমিত ব্যক্তি অথবা দুই ডোজ টিকা নেয়া মানুষও সহজেই এতে আক্রান্ত হতে পারেন। কিন্তু এই সংক্রমণের প্রভাব মৃদু। উপসর্গও হালকা, কোনো ক্ষেত্রে বোঝাও যায় না।

 

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। শুরুতে এর নাম ছিল বি.১.১.৫২৯। বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনার এই ধরন মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করতে পারে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর