ঢাকা, ২৬ জানুয়ারি সোমবার, ২০২৬ || ১৩ মাঘ ১৪৩২
good-food
৩০

দেশ ছাড়েননি বুলবুল, আছেন বিসিবিতেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৮ ২৬ জানুয়ারি ২০২৬  

রবিবার দিনভর গুঞ্জন, অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান আমিনুল ইসলাম বুলবুল। মধ্যরাতে ওয়ান ওয়ে টিকিটে ঢাকা ছাড়ার কথাও জানিয়েছে দেশের শীর্ষ স্থানীয় কিছু সংবাদ মাধ্যম।

এমনকি খবর রটে, অস্ট্রেলিয়ান নয়, এবার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সিডনিতে উড়াল দিয়েছেন বুলবুল। তবে, সব গুঞ্জনে ঘি ঢেলে সোমবার মিরপুর শেরেবাংলায় পা রাখেন বিসিবি সভাপতি। অস্ট্রেলিয়ার বিমানে নয়, তিনি এখন আছেন বিসিবিতে।

হোম অফ ক্রিকেটে আম্পায়ারদের নিয়ে সাইমন টফেলের একটি ট্রেনিং ক্লাস চলছে সেখানেই যোগ দিয়েছেন বুলবুল। কথা বলেছেন ট্রেইনিংয়ে। হয়েছেন ফ্রেমে বন্দিও।

আম্পায়ারদের ট্রেনিংয়ে উপস্থিত বিসিবি সভাপতি বুলবুল। ছবি : সংগৃহীত

বিসিবির এক পরিচালক দেশকাল নিউজকে বলেন, “বুলবুল ভাইয়ের সঙ্গে আমার কাল রাতেই কথা হয়েছে। উনি অস্ট্রেলিয়ায় গেলে তো বলতেন। এই মুহূর্তে যাবেন বলে মনে হয় না। আমাদের সামনে অনেকগুলো কাজ এখন তিনি যাবেন না অস্ট্রেলিয়ায়।”

বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর নানাভাবে আলোচনায় বিসিবিপ্রধান। অবশ্য আলোচনা হওয়াটা স্বাভাবিকই, কারণ ১৯৯৯ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপে খেলতে পারছে না বাংলাদেশ। সেটা বুলবুলের বোর্ডের অধীনেই!

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর