ঢাকা, ০১ নভেম্বর শনিবার, ২০২৫ || ১৭ কার্তিক ১৪৩২
good-food
৪৬৪

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৪ ৮ অক্টোবর ২০২০  

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে।

 

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

 

নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ বেড়ে যাওয়ায় ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি তুলেছেন জনসাধারণ। পরিপ্রেক্ষিতে ধর্ষকদের শাস্তি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে সরকার।

 

আনিসুল হক বলেন, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের জন্য প্রস্তাব আগামী মন্ত্রিসভা বৈঠকে যাচ্ছে। মূলত আইনের ৯ (১) ধারায় পরিবর্তন আনা হচ্ছে।

 

তিনি বলেন, এ ধারায় ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করে প্রস্তাব দেয়া হবে। আইনের আরও কয়েকটি স্থানেও ছোট ছোট পরিবর্তন আনা হচ্ছে।