ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৮৯৪

নির্বাচনের তথ্য সরবরাহে মিডিয়া সেন্টার চালু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৯ ২৬ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তথ্য সরবরাহের জন্য রাজধানীর সোনারগাঁও হোটেলে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মিডিয়া সেন্টার চালু করা হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে সেন্টারে তথ্য সরবরাহ কার্যক্রম শুরু হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য সচিব আবদুল মালেক ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তথ্য মন্ত্রণালয় বিদেশি ২শ’ পর্যবেক্ষক ও ৫০ সাংবাদিকসহ দেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এখান থেকে যাবতীয় তথ্য দেয়া হবে বলে জানান সচিব আবদুল মালেক ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক।

এছাড়া এর পাশাপাশি পর্যবেক্ষকদের নিরাপত্তা প্রদান, ভিসা সংক্রান্ত ও অনলাইন সুবিধা দেয়াসহ ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বিটিভিতে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফল ডিসপ্লের মাধ্যমে দেখানো হবে।

এছাড়া তারা আরও জানান, সার্বক্ষণিক নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে দুটি হটলাইনের মাধ্যমে তথ্য সেবা প্রদান করা হবে। এজন্য মিডিয়া সেন্টারে তথ্য মন্ত্রণালয়ের ৫ জন কর্মকর্তা সার্বক্ষণিক কাজ করবেন।
 

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর