ঢাকা, ১৫ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৮১৮

নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন, পাশেই থাকব: সেনাপ্রধান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৭ ২৯ ডিসেম্বর ২০১৮  

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ

সেনা বানিী প্রধান  জেনারেল আজিজ আহমেদ সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সবাই নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। অন্যান্য বাহিনীর সঙ্গে আমরাও আশপাশেই থাকব। সাধ্যমতো চেষ্টা করব যেন কেউ অরাজকতা করতে না পারে।

নির্বাচনের একদিন আগে শনিবার রাজধানীর আজিমপুর কমিউনিটি সেন্টারে সেনাবাহিনীর ক্যাম্প পরিদর্শন শেষে জেনারেল আজিজ আহমেদ সাংবাদিকদের কাছে একথা বলেন।

এ সময় জেনারেল আজিজ  বলেন, স্বাধীনতার পর ৪৭ বছরে নির্বাচনে এমন শান্ত ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ দেখিনি।

সেনাপ্রধান বলেন, কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই ভোটারদের ভোট কেন্দ্রে আসা এবং ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। বিগত নির্বাচনের অভিজ্ঞতায় আমরা সংখ্যালঘুদের ওপর হামলা দেখেছি। এবার আমরা এ বিষয়ে খুবই সতর্ক রয়েছি।

তিনি বলেন, বিভিন্ন এলাকা পরিদর্শন করে আমরা দেখেছি, নির্বাচনের অত্যন্ত চমৎকার ও সৌহার্দপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সেনাপ্রধান হিসেবে বলছি, আমিও এই দেশের নাগরিক। গত এক সপ্তাহ সারা দেশ ঘুরে আমার যে অভিজ্ঞতা হয়েছে, বিগত নির্বাচনগুলোতে কিছু না কিছু সহিংসতা হয়েছে। এবারও সহিংসতা হয়েছে, তবে সে সংখ্যা খুবই কম।

জেনারেল আজিজ আহমেদ বলেন, কোনো প্রকার হুমকি আছে কিনা সে জিনিসটা আমরা জানার চেষ্টা করেছি। সংখ্যালঘু এলাকায় সেনাবাহিনী গিয়ে আশ্বস্ত করছে, ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটকেন্দ্রে যেতে পারে এবং যার যার ভোট দিতে পারে।

তিনি বলেন, আমরা পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে একটি টিম হিসেবে কাজ করব। কাউকে যেন কেউ ভয়ভীতি দেখাতে না পারে, সেজন্য আমরা কাজ করব।  জনগণের মধ্যে যাতে কোনো ভয়ভীতি কাজ না করে সেজন্য টহল ও নিরাপত্তা বাড়িয়ে দেব। দিন শেষে আমরা সুন্দর ও সুষ্ঠু একটা নির্বাচন চাই।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর