ঢাকা, ০২ নভেম্বর রোববার, ২০২৫ || ১৮ কার্তিক ১৪৩২
good-food
৪৩০

পর্বতারোহী রেশমা প্রাইভেটকার চাপায় নিহত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০০ ৭ আগস্ট ২০২০  

সাইক্লিং করার সময় রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে দেশের গৌরব পর্বতারোহী রেশমা রত্ন (৩৩) প্রাইভেটকার চাপায় নিহত হয়েছেন ।

শুক্রবার সকাল ৯টার দিকে লেকরোড দিয়ে সাইক্লিং করার সময় একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেশমা রাজধানীর  একটি প্রাইমারী স্কুলে  শিক্ষকতা  করতেন। 

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করে বলেন,  খবর পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাই।  সেখানে জানতে পারি একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়েছে। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে এই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

রেশমার সাইকেলটি পেছন থেকে দুমড়ে-মুচড়ে গেছে। সেটি ঘটনাস্থল থেকে পুলিশ জব্দ করেছে।
পুলিশ জানায়, মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে।