ঢাকা, ২৪ সেপ্টেম্বর রোববার, ২০২৩ || ৯ আশ্বিন ১৪৩০
good-food
১৪৯

পাকিস্তান-ভারত সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১১ ৩১ আগস্ট ২০২৩  

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী মাসে সংক্ষিপ্ত সফরে পাকিস্তান ও ভারতে যাচ্ছেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানে যাবেন ক্রাউন প্রিন্স।


সূত্রটি জানায়, ক্রাউন প্রিন্স ১০ সেপ্টেম্বর ৪-৬ ঘণ্টা পাকিস্তানে থাকবেন। এরপর তিনি ভারতে যাবেন।


এই সফরকালে সৌদি ক্রাউন প্রিন্স কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার এবং সেনাবাহিনী প্রধান জেনারেল অসিম মুনিরের সাথে সাক্ষাত করবেন।

 

সূত্র জানায়, পাকিস্তান-সৌদি আরব সম্পর্ক বিকাশই হবে এই সফরের প্রধান আলোচ্য বিষয়। তাছাড়া প্রতিরক্ষা এবং যৌথ সামরিক মহড়াও আলোচনায় থাকবে।


এছাড়া পাকিস্তানে সৌদি তহবিলে একটি তেল শোধনাগার স্থাপনও আলোচনায় থাকবে।

 

উল্লেখ্য, গত বছর সৌদি প্রিন্সের পাকিস্তান সফরের কথা ছিল। কিন্তু তা স্থগিত করা হয়েছিল।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর