ঢাকা, ১৭ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ৩ পৌষ ১৪৩২
good-food
৩৩৩

পারস্য উপসাগরে ইসরাইলের জাহাজে হামলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১১ ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

পারস্য উপসাগরে দখলদার ইসরাইলের একটি জাহাজে হামলা হয়েছে বলে ইসরাইলি দৈনিক 'জেরুজালেম পোস্ট' দাবি করেছে।

 

এতে বলা হয়েছে, জাহাজটির নাম 'ক্যাম্পো স্কোয়ার'। ইসরাইলি ব্যবসায়ী আইয়াল উফারের কোম্পানি জোদাইক শিপিং কোম্পানি হচ্ছে এই জাহাজের মালিক। তবে এই হামলার ফলে কেউ হতাহত হয়নি বলে খবরে উল্লেখ করা হয়েছে। এটি একটি বাণিজ্যিক জাহাজ।

 

এর আগে সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে ইসরাইলের একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছিল।

 

সূত্রটি বলেছে, হামলায় সম্ভবত ড্রোন ব্যবহার করা হয়েছিল। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি অ্যামব্রে ইন্টেলিজেন্স বলেছে, মানববিহীন বিমান ব্যবস্থা তথ্য আনম্যান এরিয়াল ভেহিকল (ড্রোন) দিয়ে হামলা চালানো হয়েছে।

 

ওই সময় আরব সাগরে দুটি ট্যাঙ্কার এবং একটি বাল্ক ক্যারিয়ার ছিল। এর মধ্যে দুটি বাণিজ্যিক জাহাজ ইসরাইলি মালিকানাধীন এবং একটি সংযুক্ত আরব আমিরাতের।

 

সিকিউরিটি কোম্পানিটি আরও বলেছে, হামলার সঙ্গে ইরান জড়িত বলে অনুমান করা হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।