ঢাকা, ০৩ মে শনিবার, ২০২৫ || ১৯ বৈশাখ ১৪৩২
good-food
২২১

পেঁয়াজের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৮ ৪ মে ২০২৪  

পেঁয়াজ রপ্তানিতে যে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত সরকার, সেটি এবার তুলে নেওয়া হয়েছে। শনিবার (৪ মে) দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা (ডিজিএফটি) এক প্রজ্ঞাপনে পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানিয়েছে। সুত্র টাইমস অব ইন্ডিয়া।

 

এদিকে, প্রজ্ঞাপনে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য ৫৫০ ডলার নির্ধারণ করে দিয়েছে ডিজিএফটি। অভ্যন্তরীণ চাহিদা ও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে গত বছরের ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এতে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের কৃষকরা ব্যাপক লোকসানের শিকার হন।


যে কারণে ওই অঞ্চলের কৃষকদের ক্ষোভ রয়েছে কেন্দ্রীয় সরকারের ওপর। এবারের লোকসভা নির্বাচনে রাজ্যটির প্রতিটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রার্থীরা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মূলত মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এমন পদক্ষেপে সেখানকার ব্যবসায়ীদেরও স্বস্তি মিলবে। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর