ঢাকা, ০২ মে শুক্রবার, ২০২৫ || ১৯ বৈশাখ ১৪৩২
good-food
৮৬৬

প্রধানমন্ত্রীর সেলাই করা ও মাছ ধরার ছবি ভাইরাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৩ ২১ নভেম্বর ২০২০  

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছবি খুবই ঘুরপাক খাচ্ছে। একটিতে মাছ শিকারের পর বড়শি হাতে দাঁড়িয়ে রয়েছেন তিনি।  অন্যটিতে সেলাই করছেন বঙ্গবন্ধু কন্যা। 

 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করেছেন।

 

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ওই ছবি দুটি শেয়ার করেন তিনি। এরপর দ্রুত সেগুলো ভাইরাল হয়ে যায়। ছবির ক্যাপশনে সালমান এফ. রহমান লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ।

 

তিনি আরও লেখেন, প্রধানমন্ত্রী সফলভাবে ১৭ কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করেছেন। ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছেন। এত কিছুর মাঝেও উনি উনার অবসর সময়টা রান্না, মাছ ধরা আর সেলাই করে উপভোগ করেন।
 

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর