ঢাকা, ৩০ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৫ || ১৪ কার্তিক ১৪৩২
good-food
১০৮৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দেবেন যেখানে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০০ ২৯ ডিসেম্বর ২০১৮  

সংগৃহীত

সংগৃহীত

আগামীকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এইচএম এরশাদ ও বিভিন্ন দলের বড় নেতারা কে কোথায় নিজে গিয়ে ভোট দেবেন তা জানতে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই।

এর মধ্যে জানা গেছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ ভোটকেন্দ্রে তাঁর ভোট দেবেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন বাসসকে নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তাঁর ভোট প্রদান করবেন।

রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত।

প্রতীক বরাদ্দের পর গত ১০ ডিসেম্বর সারা দেশে আনুষ্ঠানিক নির্বাচনের প্রচার শুরু হয়েছিল। প্রচারের সেই সুযোগ শেষ হয়েছে গতকাল শুক্রবার সকাল ৮টায়।

এর আগে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটেছেন প্রার্থীরা।