ঢাকা, ১৭ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ৩ পৌষ ১৪৩২
good-food
৩৭০

ফ্লোরিডায় দেখা গেল বিনা মেঘে বজ্রপাত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩২ ১৮ আগস্ট ২০২০  

বিনা মেঘে বজ্রপাত’ কথাটা রূপক অর্থেই ব্যবহৃত হয়। তবে এবার দেখা গেল বাস্তবে। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে। সম্প্রতি জোনাথন মুর নামের এক ব্যক্তি ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর সাথে সাথেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় ।

জানা গেছে, ঘটনাটি গত ১২ আগস্টের। সে দিন তিনি নিজের গাড়ি করে টাম্পা শহরে ঘুরছিলেন। সেসময় আচমকা মেঘ ছাড়াই আকাশে বিদ্যুৎ চমকাতে দেখেন। তা দেখে ক্যামেরা বের করে যখন ভিডিও তুলছেন তখন তার গাড়ি থেকে ৭৫ ফুট দূরে থাকা একটি পাম গাছের মাথায় হঠাৎ বজ্রপাত হয়। এর ফলে গাছটির অনেকগুলো পাতাও খসে পড়ে।

 ওই ঘটনাটির ভিডিওটি তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই চারিদিকে শোরগোল পড়ে যায়। এখনও পর্যন্ত প্রায় ১৯ হাজার মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। যাদের মধ্যে বেশিরভাগই নিজেদের অবাক হওয়ার কথা স্বীকার করেছেন কমেন্টে। সূত্র: ডেইলি মেইল।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর