ঢাকা, ০৫ মে সোমবার, ২০২৫ || ২১ বৈশাখ ১৪৩২
good-food
২৫৯

বাংলাদেশিদের উদ্যোগে ইউরোপের সর্ববৃহৎ ঈদ জামাত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১১ ২১ এপ্রিল ২০২৩  

পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল মার্তিম মুনিজ পার্কে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এটি পর্তুগাল তথা ইউরোপের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত।

 

শুক্রবার সকাল ৮টায় ঈদুল ফিতরের এ জামাত অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশিদের উদ্যোগে লিসবনের প্রধান এই জামাতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। স্থান সংকুলান না হওয়ার কারণে অনেকেই নামাজে অংশগ্রহণ করতে পারেননি। ৫ হাজার ধারণক্ষমতার এই ঈদগাহটিতে সাত থেকে আট হাজার মানুষ জামাতে অংশগ্রহণ করেন।

 

পর্তুগালের কেন্দ্রীয় মুসলিম কমিটির চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতর উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হলেও বাংলাদেশ কমিউনিটি দেশটির বিভিন্ন অঞ্চলে শুক্রবার ঈদ উদযাপন করে।

 

একমাস নিরবচ্ছিন্ন সিয়াম সাধনার পর খোলা আকাশের নিচে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর