ঢাকা, ১৭ মে শনিবার, ২০২৫ || ২ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
১০৩৩

বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে: যুক্তরাষ্ট্র

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৬ ১৭ ডিসেম্বর ২০১৮  

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেছেন, আসছে ৩০ ডিসেম্বর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। এমনটি প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন মিলার। এসময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রাষ্টদূতের উদ্ধৃতি দিয়ে জানান, ওই দিন এদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন হবে। আমরা তেমনটা আশা করছি।

মিলার প্রধানমন্ত্রীকে অবহিত করেন, আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ৩২জন পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র। দূতাবাসের ১১টা দল নির্বাচন পর্যবেক্ষণ করবে।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনা এসময় দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আ্ওয়ামী লীগের সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরেন। জানান, দেশের রাজনৈতিক ইতিহাসে এ দলটিই ২০০১ সালে নির্বাচনের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে।

তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচনের আগে আওয়ামী সরকার তখনকার বিরোধী দলকে নির্বাচনকালীন সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণেরও আমন্ত্রণ জানায়। কিন্তু সেই সাড়া না দিয়ে তারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য এবং মানুষ হত্যা করে।

বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণায় হামলা হচ্ছে। তাদের অভিযোগ নিয়ে শেখ হাসিনা বলেন, বর্তমান নির্বাচনকালীন সন্ত্রাসের শিকার হয়ে আমার দলেরও দুইজন কর্মী প্রাণ হারিয়েছেন। এ বিষয়ে আমি দলের নেতা-কর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছি।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর