ঢাকা, ০১ নভেম্বর শনিবার, ২০২৫ || ১৭ কার্তিক ১৪৩২
good-food
৯১২

বিএনপির মুক্তিযুদ্ধের মুখোশ খসে পড়েছে: কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫১ ১৭ ডিসেম্বর ২০১৮  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ যারা গণতন্ত্রের জন্য কান্নাকাটি করছেন তাদের অন্তরে কোনো গণতন্ত্র নেই। এটা মায়াকান্না। অশুভ সাম্প্রদায়িক শক্তিদের নিয়ে ওরা জোট এবং গোপন বৈঠক করছেন।

তিনি বলেন, আসন্ন নির্বাচন সামনে রেখে দেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেয়ার পাঁয়তারা করছেন তারা। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিকে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। দলটির মুক্তিযুদ্ধের মুখোশ খসে পড়েছে। মুখে যতই মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের কথা বলুক না কেন, আসলে তারা জঙ্গিবাদকে সমর্থন করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দাবি, নৌকার পক্ষে সারাদেশে গণজোয়ার উঠেছে। এ অবিস্মরণীয় গণজোয়ার দেখে এবং নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তা বানচালের চেষ্টা করছে একটি শক্তি। এ অশুভ শক্তিকে প্রতিরোধ করতে হবে। নির্বাচন বানচাল করতে আমরা দেব না।

ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।