ঢাকা, ১৫ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৮৪৫

বিজয়ের মাসে নৌকা বিজয় নিয়ে বন্দরে পৌঁছবে : কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪১ ২৯ ডিসেম্বর ২০১৮  

নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের

নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৩০ডিসেম্বর ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতিতে গণজোয়ার সৃষ্টি হবে। আমাদের জয়ের ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিজয়ের মাসে নৌকা বিজয় নিয়ে বন্দরে পৌঁছবে।
বিএনপি নেতাদের ফোনালাপ প্রসঙ্গে  তিনি বলেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি নেতাদের মুখে এখন হতাশার সুর।

শনিবার দুপুরে নোয়াখালীর ব্যবসায়ী আনোয়ার মির্জার নামাজের জানাজা শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিনি এ কথা বলেন।

কাদের বলেন,  নির্বাচনের বিষয়ে যে শঙ্কা ছিল এখন আর নেই।  যে কালো মেঘ ছিল তা এখন কেটে গেছে। আমার সবাই জানি শেষ ভালো যার সব ভালো তার।

এ সময় নোয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, পৌর মেয়র শহীদ উল্ল্যাহ খান সোহেল প্রমুখ  উপস্থিত ছিলেন।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর