ঢাকা, ৩০ জানুয়ারি শুক্রবার, ২০২৬ || ১৭ মাঘ ১৪৩২
good-food
৪১

বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৪ ৩০ জানুয়ারি ২০২৬  

টানা তিন সপ্তাহে নানা নাটকীয়তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। তবে, বাংলাদেশ না খেললেও বিশ্বকাপ মঞ্চে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দুজনেই আম্পায়ারদের চূড়ান্ত তালিকায় আছেন। আজ শুক্রবার এক বিবৃতিতে খবরটি জানিয়েছে আইসিসি।

আগেও বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন আইসিসির এলিট তালিকায় থাকা সৈকত। তবে গাজী সোহেলের জন্য এবারই ছেলেদের বিশ্বমঞ্চে প্রথমবার আম্পায়ারিং করা হবে।

আজ প্রাথমিক পর্বের ম্যাচগুলি পরিচালনার জন্য ৬ জন ম্যাচ রেফারি ও ২৪ জন আম্পায়ারের নাম জানিয়েছে আইসিসি। এর মধ্যে বাংলাদেশ থেকে আছেন দুজনই। সুপার এইট ও নকআউট পর্বের আম্পায়ারদের তালিকা জানানো হবে পরে।

আইসিসির এলিট প্যানেলে থাকা আম্পায়ার সৈকত এখন পর্যন্ত ৫৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গাজী সোহেল পরিচালনা করেছেন ৪০টি টি-টোয়েন্টি।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে আম্পায়ার তালিকায় দুই বাংলাদেশিসহ আরও যারা রয়েছেন—

রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিফ গ্যাফানি, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরো, ওয়েন নাইটস, ডনোভান কোচ, জয়ারমন মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নগাজস্কি, কেএনএ পদ্মনভন, আল্লাহউদ্দিয়েন পালেকার, আহসান রাজা, লেসলি রেইফার, পল রাইফেল, ল্যাংটন রাসেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রবীন্দ্র উইমালাসিরি ও আসিফ ইয়াকুব।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর