ঢাকা, ০২ মে শুক্রবার, ২০২৫ || ১৯ বৈশাখ ১৪৩২
good-food
৯২১

বিয়ে করলেন ডোয়াইন জনসন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০২ ২০ আগস্ট ২০১৯  

রেসলিং আর হলিউড কাঁপানো তারকা ডোয়াইন জনসন বিয়ে করেছেন। ১২ বছর মন দেওয়া-নেওয়ার পর প্রেমিকা সংগীতশিল্পী লরেন হাসিয়ানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

১৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডোয়াইন জনসন নিজে।
সেখানে ছোট করে লিখেছেন, ‘উই ডু’। জানিয়েছেন, গত ১৮ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইতে তাদের বিয়ে হয়েছে। এরপর থেকেই পশ্চিমা সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো তাদের নিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। জানাচ্ছে উষ্ণ অভিনন্দন।

এটি ডোয়াইনের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালে প্রযোজক ড্যানি গ্রাসিয়ার সঙ্গে বিয়ে হয় তার। পরে ২০০৭ সালেই তাদের সংসারে ছেদ ঘটে।

বিচ্ছেদের পরপরই এই তারকার সঙ্গে পরিচয় হয় লরেন হাসিয়ানের। ৪৭ বছর বয়সী ডোয়াইন ও ৩৪ বছরের লরেন বন্ধুত্ব ও প্রেমের পর বিয়ে করলেন। তাদের ঘরে জেসমিন ও তিয়ানা নামে দুটি কন্যাসন্তানও রয়েছে।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর