ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
৬১১

বৃদ্ধা মায়ের সেবা করার শর্তে জামিন দিল হাইকোর্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৪ ৮ নভেম্বর ২০২০  

বৃদ্ধা মায়ের সেবা করার শর্তে মাদক মামলার আসামিকে জামিন দিল হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একক বেঞ্চ একটি রিভিশন মামলার রায় দিয়ে আসামিকে জেলে না পাঠিয়ে প্রবেশন দেন। আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন আইনজীবী মো: রুহুল আমীন এবং এডভোকেট মো. আসাদ উদ্দিন।
 

রায় প্রদানের পর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি মতি মাতবরের ৫ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা রিভিশন মামলার রায়ে সাজা বহাল রেখে প্রবেশন প্রদান করেন। এটি বাংলাদেশের ইতিহাসে প্রবেশন আইনে হাইকোর্টের দেয়া দ্বিতীয় রায়। বিশেষ আইনে এটি প্রথম রায়। যা অত্যন্ত আশাপ্রদ এবং যুগান্তকারী।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর