ঢাকা, ২৯ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৩ || ১৪ আশ্বিন ১৪৩০
good-food
১৮৮

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হচ্ছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৩ ১২ জুলাই ২০২৩  

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে চায় বোর্ড অফ ট্রাস্টিজ। জানা গেছে, ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জানাতেই নামের পরিবর্তন করা হবে। ইতোমধ্যে নাম পরিবর্তনের বিষয়ে মতামত চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

 

বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হিসেবে ‘স্যার ফজলে হাসান আবেদ ইউনিভার্সিটি’ বা সংক্ষেপে ‘আবেদ ইউনিভার্সিটি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

২০১৯ সালের ৩১ অক্টোবর বোর্ড অফ ট্রাস্টিজ এর ৩১তম সভায় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘স্যার ফজলে হাসান আবেদ ইউনিভার্সিটি’ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তখন স্যার ফজলে হাসান আবেদ জীবিত ছিলেন। সে বছর ২০ ডিসেম্বর তিনি মারা যান।

শিক্ষা বিভাগের পাঠকপ্রিয় খবর