ঢাকা, ০৫ মে সোমবার, ২০২৫ || ২১ বৈশাখ ১৪৩২
good-food
২৪১

ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০৬ ২৩ সেপ্টেম্বর ২০২২  

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা  ঢাকায় এসে পৌঁছেছেন।  বুধবার রাতে তিনি ঢাকায় এসে পৌঁছেন। শিগগিরই ভার্মা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করবেন। 

 

ঢাকা যোগদানসের  আগে ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন প্রণয় কুমার ভার্মা। ২০১৯ সালের ২৫শে জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে তি?নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে নিয়োজিত ছিলেন। তার আগে এ কূটনীতিক ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন।

 

প্রণয় কুমার ভার্মা ১৯৯৪ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি হংকং, সানফ্রানসিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটনে দায়িত্ব পালন করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিদায়ী রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে  হাইকমিশনার হিসেবে নিযুক্ত হবেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর