ঢাকা, ০৮ অক্টোবর বুধবার, ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২
good-food
৩৩৩

ভারত মহাসাগরে ইসরাইলি মালবাহী জাহাজে হামলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৬ ২৬ নভেম্বর ২০২৩  

ভারত মহাসাগরে দখলদার ইসরাইলের একটি মালবাহী জাহাজে হামলা হয়েছে বলে জানিয়েছে লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল। গাজায় যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে অর্থাৎ বৃহস্পতিবার রাতে এই হামলা হয়েছে।

 

বিশেষ সূত্রের বরাত দিয়ে টিভি চ্যানেলটি আরও বলেছে, ভারত মহাসাগরের উত্তরে মাকরান সাগরে হামলার শিকার হওয়ার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়। ভারত মহাসাগরে ইসরাইলি জাহাজে হামলার খবর এই প্রথম প্রকাশিত হলো।

 

ধারণা করা হচ্ছে জাহাজে হামলার ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করেছে ইসরাইল। এ কারণেই দুই দিন পর খবরটি প্রকাশ পেল। কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি।

 

এর আগে লোহিত সাগর থেকে ইসরাইলের একটি জাহাজকে আটক করে ইয়েমেনের সামরিক বাহিনী। তারা ঐ জাহাজটি এখন ইয়েমেনের বন্দরে নিয়ে গেছে। ঐ জাহাজটি আটক হয়ে যাওয়ার খবরও প্রকাশে গড়িমসি করেছিল ইসরাইল।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর