ঢাকা, ২৭ আগস্ট বুধবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৮১৪

ভোটের দিন অফিস-আদালত বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৬ ১৯ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওই দিন সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।

গেল সোমবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত  অফিস আদেশে এ কথা বলা হয়েছে।

এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে বলা হয়েছে।

আসছে ৩০ ডিসেম্বর (রোববার) জাতীয় নির্বাচন হবে। দেশের বেশির ভাগ দল এ নির্বাচনে অংশ নিচ্ছে। তবে অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি প্রচারণা চালাতে পারছে না বলে ইসির কাছে বার বার  অভিযোগ দিয়ে আসছে।

কিন্তু সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা হয়েছে। এমন দাবি করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। 

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর