ঢাকা, ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৪ || ২ আশ্বিন ১৪৩১
good-food
৫১৫

মানুষের মাথায় মিলল জীবন্ত কৃমি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫০ ২৯ আগস্ট ২০২৩  

অস্ট্রেলিয়ার ক্যানবেরা হাসপাতালে অস্ত্রোপচারে সময় এক নারীর মস্তিষ্কে জীবিত কৃমি পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) হাসপাতালটির চিকিৎসক ডা. সঞ্জয় সেনানায়েক এ তথ্য জানিয়েছেন। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

মানুষের মাথায় জীবিত কৃমি খুঁজে পাওয়ার ঘটনা এটিই বিশ্বের প্রথম। এ ধরনের কৃমি সাধারণত অজগর সাপে মেলে বলে জানান চিকিৎসক।

৬৪ বছর বয়সী নারী রোগীর মস্তিষ্ক থেকে আট সেন্টিমিটার দীর্ঘ নলাকার এ পরজীবী বের করা হয়। কৃমিটি এখনো বেঁচে আছে ও নড়াচড়া করছে।

দক্ষিণ-পূর্ব নিউ সাউথ ওয়েলসের ওই রোগী তিন সপ্তাহের পেট ব্যথা ও ডায়রিয়া নিয়ে ২০২১ সালের জানুয়ারির শেষের দিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। এরপর শুকনো কাশি, জ্বর ও ঘামের সমস্যাও দেখা দেয়।

২০২২ সালে বিস্মৃতি ও বিষন্নতায় ভুগতে থাকেন তিনি। এরপর ক্যানবেরা হাসপাতালে এমআরআই করে তাকে বলা হয়, মস্তিষ্কে অস্ত্রোপচার প্রয়োজন।

সেনানায়েক বলেন, মাথায় কৃমি পাওয়া যাবে এটা আমার কখনো ভাবিনি।

ওই নারী হ্রদ এলাকায় বসবাস করতেন, যেখানে রয়েছে কার্পেট অজগরের আবাসস্থল। ধারণা করা হচ্ছে, সেখান থেকে ঘাস সংগ্রহের মাধ্যমে কৃমির সংক্রমণ ঘটে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর