ঢাকা, ১০ ফেব্রুয়ারি সোমবার, ২০২৫ || ২৭ মাঘ ১৪৩১
good-food
৩৮

যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যাচ্ছেন জাইমা রহমান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৯ ২৮ জানুয়ারি ২০২৫  

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। 
আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। তবে এ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না তারেক রহমান। মেয়ে জাইমা রহমান তার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন।

 

সূত্র জানায়, তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। তাই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যেতে পারছেন না তারেক রহমান। নিজে উপস্থিত হতে না পারলেও প্রতিনিধি হিসেবে মেয়ে জাইমা রহমানকে পাঠাবেন এই অনুষ্ঠানে।

 

মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম ও আমীর খসরু আগামী ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে প্রতি বছর যুক্তরাষ্ট্রসহ অন্য দেশ অংশ নেয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট বার্ষিক অনুষ্ঠান।

 

সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটনে এটি অনুষ্ঠিত হয়। এ বছর ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির জাতীয় ও আন্তর্জাতিক নেতারা উপস্থিত থাকবেন। ১৯৫৩ সাল থেকে হয়ে আসা এই আয়োজনে সভা, মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থা থাকে। 
 

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর