ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২২ বৈশাখ ১৪৩২
good-food
৩৫৮

যুদ্ধবিরতি মানছে না রাশিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫১ ৫ মার্চ ২০২২  

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। তবে রুশ সেনারা তা মানছে না বলে অভিযোগ করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।

 

মারিউপোলের ডেপুটি মেয়র সেরহাই অরলভ বলেন, ‘রুশরা আমাদের ওপর এখনও বোমা ফেলছে। এখনও তারা আমাদের ওপর গোলাবর্ষণ করে চলেছে। ফলে শহর থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়া যাচ্ছে না।’

 

তিনি বলেন, ‘মারিউপোলে কোনও যুদ্ধবিরতি নেই। শরণার্থী যাতায়াতের পথেও কোনও অস্ত্রবিরতি নেই। আমাদের বেসামরিক মানুষ শহর ছাড়তে চান। কিন্তু তারা গোলাবর্ষণের হাত থেকে বাঁচতে পারছে না।’

 

মারিউপোলের বাসিন্দা আলেকজান্ডার বলেন, ‘ইতোমধ্যে মারিউপোলে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ। তবে তা মানা হচ্ছে না। এই শহরের ভেতরে অবস্থান করছি আমি। আমি এখন রাস্তায়। ৪ থেকে ৫ মিনিট পর পর বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে।’

 

আলেকজান্ডার পেশায় প্রকৌশলী। তিনি বলেন, ‘আমি রাস্তায় অনেক গাড়ি দেখতে পাচ্ছি। মানুষ পালানোর চেষ্টা করছেন। অনেকে এদিক-ওদিক ছোটাছুটি করছেন।’

 

মারিউপোলের পৌর কর্তৃপক্ষ বলছে, ওই শহর থেকে বেসামরিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে।

 

তারা বলছে, যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও রুশরা তা পালন করছে না। বাসিন্দাদের বলা হয়েছে শহরের মধ্যে ছড়িয়ে পড়তে এবং নিরাপদ আশ্রয় খুঁজে নিতে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর