ঢাকা, ০৬ জুলাই রোববার, ২০২৫ || ২১ আষাঢ় ১৪৩২
good-food
৪৭৭

রমজানের প্রথম দিন কেমন ছিল মক্কার মসজিদুল হারামের চিত্র?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:০৮ ২৫ এপ্রিল ২০২০  

রমজানের প্রথম দিন শুক্রবার মক্কার মসজিদুল হারাম ছিল অনেকটাই মুসল্লিশূন্য। অতি সংক্রমণশীল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পবিত্র স্থানটি বন্ধ রেখেছে সৌদি আরবের কর্তৃপক্ষ।

 

প্রথম রোজায় পবিত্র মক্কা দেখতে কেমন, আকাশ থেকে ভিডিও করে তা প্রকাশ করে সংবাদমাধ্যম আল-আরাবিয়াহ।

 

এর আগে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বলেন, বৈশ্বিক মহামারীর এই কঠিন পরিস্থিতির ভেতরেই রমজান এসে পড়ায় তিনি ব্যথিত।

 

তিনি বলেন, আমি ব্যথিত যে পবিত্র মাসটি এমন এক পরিস্থিতিতে এসেছে, যখন জামায়াতে নামাজ ও তারাবিহ আদায় অসম্ভব। কারণ করোনা মহামারীর প্রতিরোধে মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষায় পূর্বসতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার রাতে প্রথম তারাবিতে ইমান, মুয়াজ্জিন, নিরাপত্তা ও পরিচ্ছন্নকর্মী ছাড়া মসজিদে কাউকে ঢুকতে দেয়া হয়নি। টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে সেই দৃশ্য দেখা গেছে।

 

বৃহস্পতিবার কাবা শরিফের চারপাশের সুরক্ষা বেড়া তুলে নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গত মাসে এই বেড়া স্থাপন করা হয়েছিল।

 

রমজানে মসজিদুল হারাম ও তার বাইরের প্রাঙ্গণ জীবাণুমুক্ত করতে সাড়ে তিন হাজার শ্রমিক দিন-রাত কাজ করছেন।

 

বুধবার মসজিদুল হারাম ও মসজিদে নববিতে সংক্ষিপ্তভাবে তারাবিহ আদায়ে সায় দেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।