ঢাকা, ১২ ডিসেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

শুভশ্রী ‘শেষ সুযোগে’ কী প্রমাণ দিতে চাইলেন?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২০ ১২ ডিসেম্বর ২০২৫  

শুভশ্রীকে এক সময় সবাই টালিউডের গ্ল্যামার নায়িকা হিসেবেই চিনতেন। মারকুটে বা চকচকে বাণিজ্যিক ছবিতেই তাকে বেশি অভিনয় করতে দেখা যেত। সেই শুভশ্রী নিজেকে বার বার ভেঙে নতুন নতুন চরিত্র উপহার দিচ্ছেন।

‘গৃহপ্রবেশ’ ছবিতে খুব সাধারণ এক গৃহবধূর চরিত্রে তার অভিনয় যেমন মুগ্ধ করেছে দর্শকদের, তেমনই ‘অনুসন্ধান’ সিরিজে সাহসী সাংবাদিকের ভূমিকায় তিনি উঠে এসেছেন অনন্য রূপে।

‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে শুভশ্রীর অভিনয় ছিল সম্পূর্ণ ভিন্ন মাত্রার। ছবিটিতে বয়স, অভিব্যক্তি ও চরিত্রের গভীরতা ফুটিয়ে তুলতে এই অভিনেত্রী নিজেকে নতুনভাবে নির্মাণ করেছেন, তা অভিনয় দক্ষতাই বলে দেয়।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ মুক্তি পাবে চলতি বছরের শেষের দিকে। ছবির প্রচারণায় ব্যস্ত রয়েছেন শুভশ্রী। 

সম্প্রতি ওই ছবির প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে এই নায়িকা জানান, প্রতিটি কাজকেই তিনি নিজের ‘শেষ সুযোগ’ হিসেবে নেন। ভাবেন এটাই নিজেকে প্রমাণ করার শেষ সময়।

‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে শুভশ্রীর অভিনয় ছিল সম্পূর্ণ ভিন্ন মাত্রার।

শুভশ্রীর ভাষ্য, “আমি যখনই কোনো কাজ করি, মনে হয় এটাই আমার নিজেকে নতুন করে প্রমাণ করার শেষ সুযোগ। প্রতিবারই নতুন চরিত্র আমাকে নতুন করে চিনতে শেখায়।”

অভিনেত্রীর এই দর্শনই হয়ত তাকে আরও দক্ষ হয়ে উঠতে সাহায্য করছে।

নতুন ছবির প্রচারের পাশাপাশি তিনি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ওয়েটিং রুম’ ছবির কাজ শেষ করেছেন। বেশ কয়েক বছর ধরে ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন চরিত্রেও নিজের দক্ষতা দেখাচ্ছেন।

অভিনয়ের প্রতি গভীর নিষ্ঠাই বুঝিয়ে দেয় শুভশ্রী প্রতিটা চরিত্রে নিজেকে নতুনভাবে প্রমাণ করতে চান। এখন দেখার পালা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে নিজেকে কতটা মেলে ধরতে পেরেছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর