ঢাকা, ৩০ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১৬ পৌষ ১৪৩২
good-food

শাকিব, চঞ্চল, অপু ও বাঁধনসহ তারকারা ফেসবুকে কে কি লিখলেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৭ ৩০ ডিসেম্বর ২০২৫  

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ছয়টায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানান শোবিজ তারকারা।

ফেসবুকের এক পোস্টে বাঁধন বলেন, ‘জাতি তাকে মর্যাদা, গভীর সম্মানের সঙ্গে স্মরণ করবে’।

পোস্টে তিনি আরও লেখেন, ‘আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তার নেতৃত্ব ও দীর্ঘদিনের জনসেবা বাংলাদেশে স্থায়ী প্রভাব থাকবে। তিনি এক অসাধারণ ও দৃঢ়চিত্ত জীবন যাপন করেছেন। তিনি কঠিন সময়েও যে মর্যাদা ও স্পষ্টতার সঙ্গে তিনি নিজেকে ধারণ করেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।’

শাকিব খান লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শ্রদ্ধা।’

অপু বিশ্বাস লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইল। একজন মহিয়সী নারীর প্রস্থান যেন যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয় লেখা থাকবে। বিনম্র শ্রদ্ধা।’

অপূর্ব লিখেছেন, ‘মহান আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুক।’

তানজিকা আমিন লিখেছেন, ‘একজন অবিচল নেত্রী, মেয়েদের শিক্ষার প্রসারক (দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হয়েছিল) আপনি চিরশান্তিতে বিশ্রাম নিন।’

সংগীতশিল্পী পড়শী লিখেছেন, ‘কিছু মানুষ শুধু রাজনীতির গণ্ডিতে নয়, ইতিহাসের অংশ হয়ে থাকেন। আজ ইতিহাসের একটি অধ্যায় থেমে গেল।’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর