ঢাকা, ১৭ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২ আশ্বিন ১৪৩২
good-food
৫৪৪

লম্বা কলম তৈরির বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় নাগরিক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩৬ ১২ নভেম্বর ২০২০  

সবচেয়ে দীর্ঘ মার্কার পেন (কলম) তৈরি করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত। ৯ ফুট লম্বা কলম তৈরি করে গিনেজ বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন দেশটির এক নাগরিক।

 

ওই ব্যক্তির নাম মোহাম্মদ দিলেফ। কেরালায় কয়েকজন হেলপারকে নিয়ে এটি তৈরি করেন তিনি। এটিই এখন বিশ্বের সবচেয়ে বড় মার্কার পেন।

 

সেটি তৈরির ভিডিও শেয়ার করেছে গিনেজ বুক কর্তৃপক্ষ। ফুটেজে দেখা যায়, মার্কার পেনটি দিয়ে দেশের নাম ‘ভারত’ লিখছেন দিলেফ এবং তার সহকর্মীরা।

 

দিলেফ বলেন, আমি বিশ্বরেকর্ড গড়েছি। আমি আশা করি, এর মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের মধ্যে এরকম উদ্যোগ বাড়বে। আমার উদ্দেশ্য সেটাই।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর