ঢাকা, ১৫ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৮১৭

সহিংসতা কঠোর হস্তে দমনে পুলিশকে সিইসি`র নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৬ ২৯ ডিসেম্বর ২০১৮  

শনিবার নির্বাচন কমিশন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীকে বিফ্রিং করছেন সিইসি

শনিবার নির্বাচন কমিশন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীকে বিফ্রিং করছেন সিইসি

ভোট কেন্দ্রে সহিংসতা ও অনিয়ম কঠোর হস্তে দমনে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি জানাতে নির্বাচন কমিশন ভবনে বিফ্রিংয়ে তিনি পুলিশকে এ নির্দেশ দেন।

নির্বাচনী প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয় সেজন্য অংশগ্রহণকারী দল ও প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, এরমধ্যে কিছু নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়েছে।

সিইসি এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এসময় নির্বাচন কমিশনার বৃন্দ ছাড়াও সচিব হেলালুদ্দিন উপস্থিত ছিলেন। 

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর