ঢাকা, ১৭ ডিসেম্বর বুধবার, ২০২৫ || ৩ পৌষ ১৪৩২
good-food
২৪৫

সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৫১

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩৭ ৩০ অক্টোবর ২০২২  

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

 

দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। পাশাপাশি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

 

স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে সিউলের ইওংসানগুয়ের ইথেওয়ানের হ্যালোইন পার্টিতে সমবেত হন লক্ষাধিক মানুষ। দেশবরেণ্য এক তারকা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন- এ খবর ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি শুরু হয়। এতে সরু রাস্তায় অতিরিক্ত ভিড়ে চাপা পড়েন অসংখ্য লোকজন। পদদলিত হয়ে ঘটনাস্থলেই মারা যান অনেকে।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পাশাপাশি হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পদদলিত হওয়ার পর হৃদরোগ আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

সিউলের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের প্রধান, চোই সেওং -বিওম সংবাদ সংস্থা এপিকে জানান, জরুরি কাজে নিয়োজিত কর্মীরা এখনো আহতদের হাসপাতালে নিতে ব্যস্ত সময় পার করছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।