ঢাকা, ০৭ জুলাই সোমবার, ২০২৫ || ২২ আষাঢ় ১৪৩২
good-food
১০২৭

সৌদিতে এবার নারীদের রেসলিং

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৭ ১ নভেম্বর ২০১৯  

পরিবর্তনের হাওয়া বইছে রক্ষণশীল সৌদি আরবে। তাতে এবারের নতুন সংযোজন নারীদের রেসলিং। বৃহস্পতিবার ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্টের (ডব্লিউডব্লিউই) আয়োজনে রিয়াদের ফাহাদ কিং স্টেডিয়ামে হলো এ লড়াই হয়। এতে অংশ নেনে ডব্লিউডব্লিউই তারকা লেসি ইভান্স ও নাটালি।


 ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত ধরে অনেক সংস্কার এসেছে সৌদি আরবের কট্টরপন্থী নীতিতে। তারই ধারাবাহিকতায় এবার দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের রেসলিং। 

সৌদি গেজেট জানাচ্ছে, এর আগে সৌদিতে গেল বছর রেসলিংয়ের আয়োজন করা হয়। সেটা সরাসরি টেলিভিশনে সম্প্রচারও করা হয়েছিল। সে সময় শুধু পুরুষদের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং নারীদের ম্যাচ বাতিল করা হয়েছিল।

এরপর ২০১৮ সালে সৌদি আরবের ১০ বছরের জন্য রেসলিং আয়োজনের জন্য চুক্তিবদ্ধ হয় ডব্লিউডব্লিউই। ডব্লিউডব্লিউইর প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্টেফেনি ম্যাকম্যাহন বলেছেন, তারা (নারীরা) পুরুষের মতোই সমান সুযোগ পাওয়ার দাবি রাখে।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর