ঢাকা, ০৬ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২১ ভাদ্র ১৪৩২
good-food
১৩

হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৪ ৫ সেপ্টেম্বর ২০২৫  

হাতকড়া ও শিকল পরিয়ে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তাদের বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল  আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ জানান, এদিন রাত সাড়ে ১১টার দিকে ৩০ বাংলাদেশি নিয়ে চার্টার্ড ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এর মধ্যে এক নারীও আছেন।

 

বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, অবতরণের পর তিন ঘণ্টা রানওয়েতে ছিল উড়োজাহাজটি। সেসময় যাত্রীদের হাতকড়া ও শিকল খোলা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, উড়োজাহাজ থেকে বের করার পর শিকল বেঁধেই তাদের রানওয়ে পর্যন্ত আনা হয়। বিমানবন্দরের এরাইভাল লাউঞ্জে পৌঁছানোর আগে সবাইকে শিকলমুক্ত করা হয়। এসময় কাউকে তাদের কাছে যেতে দেয়া হয়নি। রাত ২টার দিকে কঠোর নিরাপত্তায় ৩০ জনকে বিমানবন্দরের ভেতর আনা হয়। 

 

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টিম, কয়েকটি গোয়েন্দা সংস্থার বিশেষ টিম এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা ছবি তোলার চেষ্টা করলে বাধার মুখে পড়েন।

 

 

৩০ বাংলাদেশিকে বাড়ি পৌঁছাতে অর্থ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। দীর্ঘ যাত্রা এবং হাতকড়া ও শিকল পরে থাকার কারণে আগতরা ছিলেন বিধ্বস্ত। 

 

ফেরত আসা ব্যক্তিরা জানান, প্রায় ৬০ ঘণ্টার দীর্ঘ যাত্রার প্রতিটি মুহূর্ত তাদের হাতকড়া ও শিকল পরানো ছিল। এতে ঘণ্টার পর ঘণ্টা যন্ত্রণা নিয়ে বসে থাকতে হয়েছে। এসময়ে তাদেরকে শুধু রুটি আর পানি খেতে দেয়া হয়েছে। এমনকি টয়লেটে যাওয়ার সময়ও একজন অফিসার সঙ্গে যেতেন। আবার শিকলে বেঁধে সিটে ফিরিয়ে আনতেন।

 

আব্দুল্লাহ নামের এক যাত্রী বলেন, লম্বা যাত্রায় পুরোটা সময় হাতে পায়ে দাগি আসামিদের মতো শিকল পরিয়ে রেখেছিল তারা। দেশে ফেরত আসার হতাশা কাজ করছে। অধিকন্তু সন্ত্রাসীর মতো হাতে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে নিজ মাতৃভূমিতে আসতে হয়েছে। এমন ভয়াবহ অবস্থা আর কারো যেন না হয়।

 

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় একাধিক দফায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। গত কয়েক মাসে অন্তত ১৮০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে তারা।

 

প্রথমদিকে হাতকড়া ও শিকল পরানো হতো না। তবে ২ আগস্ট একটি সামরিক পরিবহন উড়োজাহাজ সি-১৭ করে এক নারীসহ ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। তাদের হাতকড়া ও শিকল ছিল। এদিন সবার হাতে-পায়ে তা ছিল।

 

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও বিমানবন্দরের অভিবাসন বিভাগের সূত্র জানিয়েছে, গত ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। এর আগে ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে আরো অন্তত ৩৪ বাংলাদেশি আসেন। ২০২৪ সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ১৮০ ছাড়িয়ে গেছে।