ঢাকা, ২৪ সেপ্টেম্বর রোববার, ২০২৩ || ৯ আশ্বিন ১৪৩০
good-food
৪৭৪

বাংলাদেশকে যন্ত্রণার দিন উপহার নিউজিল্যান্ডের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫০ ১ মার্চ ২০১৯  

জিত রাভাল টম লাথামের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে বড় লিড নিয়েছে নিউজিল্যান্ড। রাভালের ১৩২ লাথামের ১৬১ রানের কল্যাণে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে উইকেটে ৪৫১ রান করেছে কিউইরা। উইকেট হাতে নিয়ে ২১৭ রানে এগিয়ে তারা।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই বাংলাদেশকে ২৩৪ রানে অলআউট করে দেয় নিউজিল্যান্ড। চা-বিরতির পর নিজেদের ইনিংস শুরু করে দিন শেষে বিনা উইকেটে ৮৬ রান করে স্বাগতিকরা। ১০ উইকেট হাতে নিয়ে ১৪৮ রানে পিছিয়ে ছিল কিউইরা। রাভাল ৫১ লাথাম ৩৫ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিনও বাংলাদেশ বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছেন রাভাল লাথাম। তাই দলীয় স্কোর ১০০ পর ২০০ও স্পর্শ করে। অবশ্য ২০০’র আগে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন রাভাল। ১৭তম টেস্টে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ভারতের গুজরাটে জন্ম নেয়া এ ব্যাটসম্যান।
রাভালের পর নিজের সেঞ্চুরি পূর্ণ করেন লাথাম। দ্বিতীয় স্লিপ দিয়ে বাউন্ডারি মেরে টেস্ট ক্যারিয়ারের নবম বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি করেন তিনি।
তিন অংকে পা দিয়ে নিজের ইনিংস বড় করেছেন লাথাম। কিন্তু সেটি করতে পারেননি রাভাল। নিউজিল্যান্ড ইনিংসের ৭০তম ওভারে প্রথমবারের মতো বল হাতে নিয়েই তাকে থামিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে ২৫৪ রানে ভাঙে রাভাল-লাথাম উদ্বোধনী জুটি। ৪২০ বল মোকাবেলা করেন তারা। বাংলাদেশের বিপক্ষে প্রথম উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রান। ১৯ চার ছক্কায় ২২০ বলে ১৩২ রান করেন রাভাল।
পরে ব্যাট হাতে ক্রিজে লাথামের সঙ্গী হন অধিনায়ক কেন উইলিয়ামসন। দুজনই বাংলাদেশ বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেন। তাই ৩০০ রানের কোটা পেরিয়ে যায় নিউজিল্যান্ড। ততক্ষণে নিজের নামের পাশে দেড়শ রান জড়ো করেন লাথাম।
তবে সৌম্য সরকারের প্রথম শিকার হয়ে ব্যক্তিগত ১৬১ রানে থেমে যান তিনি। বাংলাদেশের মোহাম্মদ মিথুনকে ক্যাচ দিয়ে আউট হবার আগে ১৭ চার ছক্কায় ২৪৮ বলে নিজের দায়িত্বশীল ইনিংসটি সাজান এ ওপেনার। অধিনায়কের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭৯ রান যোগ করেন লাথাম।
কিছুক্ষণ বাদে নিউজিল্যান্ড শিবিয়ে আবারো আঘাত হানেন সৌম্য। অভিজ্ঞ রস টেইলরকে রানের বেশি করতে দেননি তিনি। লেগ বিফোর ফাঁদে পড়েন তিনি। দলীয় ৩৪৯ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেইলরের বিদায়ের পর উইলিয়ামসনের সঙ্গে জুটি বাঁধেন হেনরি নিকোলস। নিজেদের সেরাটা দিয়ে ভালোভাবে দিন শেষ করার লক্ষ্য ছিল উইলিয়ামসন নিকোলসের। কিন্তু দিনের খেলা শেষ হবার ১২ বল আগে নিকোলসকে শিকার করেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। চারে ৮১ বলে ৫৩ রান করা ব্যাটারকে বোল্ড করেন তিনি।
তবে দিন শেষে চারে ১৩২ বল মোকাবেলায় ৯৩ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন। তার সঙ্গে রান নিয়ে অপরাজিত আছেন ওয়াগনার। বাংলাদেশের সৌম্য ২টি, মাহমুউল্লাহ-মিরাজ ১টি করে উইকেট নেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর