ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৪১৩

অবশেষে প্রকাশ্যে মাস্ক পরলেন ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩২ ১২ জুলাই ২০২০  

নভেল করোনাভাইরাস সৃষ্ট কভিড-১৯ মহামারী শুরুর পর এই প্রথম প্রকাশ্যে মাস্ক পরলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন এ নিয়ে সমালোচনা হলেও তিনি তাকে পাত্তাই দেননি। 

ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে আহত সৈন্য ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাত করতে গেলে মুখে মাস্ক পরেন বিতর্কিত প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে হোয়াইট হাউজে তিনি মাস্ক নিয়ে বলেন, ‘আমি তো কখনই মাস্কের বিরুদ্ধে ছিলাম না, কিন্তু আমার বিশ্বাস, এটি পরার সময় ও স্থান আছে।’

ট্রাম্প অতীতে বলেছেন, তিনি মাস্ক পরেন না। এমনকি ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মাস্ক পরা নিয়ে ঠাট্টাও করেন। কিন্তু এবার সুর পাল্টালেন তিনি। শনিবার বললেন, ‘আমি মনে করি যখন আপনি হাসপাতালে যাবেন, বিশেষ করে নির্দিষ্ট ব্যাপারে, যেখানে আপনি অনেক সৈনিক ও মানুষের সঙ্গে কথা বলবেন এবং অপারেশন রুমে যাবেন তখন সেখানে মাস্ক পরা বেশ গুরুত্বপূর্ণ।’

গত সপ্তাহে ফক্স বিজনেস নেটওয়ার্ককে ট্রাম্প বলেছেন, ‘আমি মাস্কের পক্ষেই।’ 

কভিডে যুক্তরাষ্ট্র যখন টালমাটাল তখন ইউএস সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি) এপ্রিলে মানুষকে মাস্ক কিংবা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখার পরামর্শ দেয়। তখনো ট্রাম্প সংবাদমাধ্যমকে বলছিলেন, তিনি এই অনুশীলনটা করবেন না। তিনি বলেছেন, ‘আমি মনে করি না, এটা আমি করতে যাচ্ছি। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বৈরাচারী, রাজা কিংবা রানী মাস্ক পরবে- আমি এমনটা মনে করি না।’

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর