ঢাকা, ১৭ এপ্রিল বুধবার, ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১
good-food
১৯৮

অবসর জীবনে রাজনীতি করবেন না আবদুল হামিদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৪ ২৪ এপ্রিল ২০২৩  

শপথ শেষে নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অবসর জীবনে ঘরে বসে লেখালেখি করবেন। তবে সক্রিয় রাজনীতি আর করবেন না। সোমবার (২৪ এপ্রিল) দায়িত্ব হস্তান্তর শেষে গণভবন ছেড়ে যাওয়ার সময় গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এদেশের মানুষ আমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি পদে দুই মেয়াদে নির্বাচিত করেছে। আবার রাজনীতি করলে এদেশের মানুষকে হেয় করা হবে। সেটা আমি করবো না।


অনুভূতি প্রকাশ করে তিনি বলেন,  অনেক সময় বলেছি, আমি বন্দি জীবনে আছি। এ থেকে আমি মুক্তি পাচ্ছি। এখন সাধারণ নাগরিক হিসেবে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো। এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।

 

বিদায়ী রাষ্ট্রপতি আরও বলেন, আমি সারাজীবন মানুষের জন্য রাজনীতি করেছি। মানুষের বাইরে কোনো চিন্তা ছিল না। কোনো দিন থাকবেও না। আমি দেশের সব রাজনীতিবিদদেরও এ কথাই বলবো। এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে যেন তারা রাজনীতি করে। তাহলে রাজনীতি আরও অনেক সুন্দর হবে। দলমত নির্বিশেষে সবার কাছে আমি এটি আশা করি।

 

পরে বিদায়ী রাষ্ট্রপতিকে রাজসিক বিদায় সংবর্ধনা দেয়া হয়।