ঢাকা, ০৭ মে বুধবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
৭৯২

অস্ত্র মামলা : পাপিয়া দম্পতির ২৭ বছর কারাদণ্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০২ ১২ অক্টোবর ২০২০  

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় দুজকেই ২৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

 

গত ২৭ সেপ্টেম্বর মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণায় এ তারিখ ঠিক করেন ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ।

 

রায় ঘোষণার সময় পাপিয়া দম্পতিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা দিয়ে ফের কারাগারে পাঠানো হয়।

 

এর আগে আদালত এ মামলায় চার্জশিটের ১৪ জন সাক্ষীর মধ্যে মঙ্গলবারসহ ৬ কার্যদিবসে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

 

এর আগে গত গত ২৩ আগস্ট মামলাটিতে আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠন করেন।

 

এরও আগে গত ২৯ জুন এ মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১’র এসআই মো. আরিফুজ্জামান এ মামলায় চার্জশিট দাখিল করেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর