ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৪০০

আ. লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন খায়রুজ্জামান লিটন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২০ ২৭ নভেম্বর ২০২১  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন রাজশাহী মহানগর শাখার সভাপতি এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, দলটির সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিলের ক্ষমতাবলে খায়রুজ্জামান লিটনকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন দিয়েছেন।

 

একইসঙ্গে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব দেয়া হয়েছে। খায়রুজ্জামান লিটনকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন দেয়ায় রাজশাহী মহানগর শাখার সভাপতি পদ শূন্য হয়।