ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৪২২

আইএসের ‘অর্থমন্ত্রী’ আটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪২ ১২ অক্টোবর ২০২১  

আইএসের নেতা আবু বকর আল বাগদাদির ঘনিষ্ঠ ও ‘অর্থমন্ত্রী’ হিসেবে পরিচিত সামি জসিমকে আটক করেছে ইরাকের নিরাপত্তা রক্ষাকারীরা। তিনি আইএসের সার্বিক আর্থিক বিষয় দেখাশোনা করতেন।আবু বকর আল বাগদাদির সঙ্গে আইএসের উপনেতা ছিলেন।  খবর : অনলাইন আইরিশ ইন্ডিপেন্ডেন্ট। 
 ইরাকের গোয়েন্দা সংস্থাগুলো ‘এক্সটারনাল অপারেশন’ চালিয়ে একটি ভবন থেকে আটক করেছে সামি জসিমকে।
সামি জসিম একজন ইরাকি নাগরিক। তিনি আইএসের একেবারে কেন্দ্রীয় পর্যায়ে থাকা নেতাদের একজন। আইএসের অপারেশন সম্পর্কে তার কাছে মূল্যবান তথ্য থাকতে পারে। জীবিত অবস্থায় আইএসের যেসব সিনিয়র সদস্যকে আটক করা হয়েছে, তার মধ্যে তিনি দ্বিতীয়। ২০১৪ সালে সিরিয়া ও ইরাকে নিজেই খেলাফত ঘোষণা করেছিলেন আবু বকর আল বাগদাদি। ২০১৯ সালে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে হত্যা করা হয়।  তবে পশ্চিমা সামরিক কর্মকর্তাদের হিসাবে এখনও এই দুটি দেশের প্রত্যন্ত অঞ্চলে আছে আইএসের কমপক্ষে ১০ হাজার সদস্য।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর