ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৭৯০

আইসিইউতে লতা মঙ্গেশকর

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৩ ১১ নভেম্বর ২০১৯  

ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর (৯০) গুরুতর অসুস্থ। সোমবার সকাল থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতা বাড়তে থাকে। ফলে বেলা ২টার দিকে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে এ ভর্তি করা হয়। বর্তমানে ইনসেন্টিভ কেয়ার ইউনিট (আইসিইউ) অর্থাৎ নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন সঙ্গীত সম্রাজ্ঞী।
ভারতীয় তথা উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে লতাজির অবদান অবিস্মরণীয়। তিনি হিন্দি, বাংলা, তামিল, মারাঠিসহ অনেক ভাষায় গান গেয়েছেন। কণ্ঠ দিয়েছেন হাজারেরও বেশি ছবিতে। সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকের মতো দুর্লভ জাতীয় সম্মাননা।
১৯২৯ সালে এক সঙ্গীত পরিবারে জন্ম হয় লতার। বাবা কিংবদন্তি শাস্ত্রীয় শিল্পী পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবচেয়ে বড়। বোন আশা ভোঁশলে, ঊষা মঙ্গেশকর এবং ভাই হৃদয়নাথ মঙ্গেশকরেরও গানের দুনিয়ার পদচারণা রয়েছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর